মুন্সিগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ৩০ আগস্ট ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়িচাপায় সম্রাট আলী (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় মহাসড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ।

নিহত সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকার মো. শহিদ উল্লাহর ছেলে। সে গজারিয়ায় জিএমআই নামের একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিল।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কামাল উদ্দিন জানান, রাস্তার পাশে সম্রাট নামের ওই শ্রমিকের মরদেহ পরে ছিল। ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ির ধাক্কায় সে নিহত হয়েছে। তবে ঘাতক গাড়িকে আটক করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধারের পর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।