বান্দরবানে চলছে পরিবহণ ধর্মঘট


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৬ নভেম্বর ২০১৪

পাঁচ দফা দাবিতে বান্দরবান পার্বত্য জেলায় পরিবহণ ধর্মঘট চলছে। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয়দের। রোববার ভোর ৬টায় ধর্মঘট শুরু হয়ে চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত।

বিআরটিএ এর দুর্নীতি, সড়কে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারণে বান্দরবানে সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির কোনো গাড়ি ছেড়ে যায়নি। এতে জেলার সাধারণ যাত্রীসহ পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।