সিলেট বিভাগে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:২১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৮৯ জন। শনাক্তের হার ১০ দশমিক ২১ শতাংশ।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজার জেলায় রয়েছেন দুইজন। এছাড়া, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন ৮৯ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় মারা গেছেন ৭২ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৪৮৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯৮৩ জন।

ছামির মাহমুদ/ এফআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।