সেই বিলে নৌকা চলাচল শুরু, ১০ জনের বেশি যাত্রী নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে ফের নৌকা চলাচল শুরু হয়েছে। তবে এসব নৌকায় ১০ জনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, গত ২৭ আগস্ট লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে নৌকা চলাচল বন্ধ ছিল। পরে চম্পকনগর ঘাট থেকে এক কিলোমিটার দূরে টানমনিপুর স্কুলের সামনে একটি অস্থায়ী ঘাটে পুনরায় নৌকা চলাচল শুরু হয়।

trolar1

শুক্কুর আলী ও শিরু মিয়া নামের নৌকার দুই মাঝি বলেন, ছোট নৌকা দিয়ে আমরা যাত্রী পারাপার করছি। তবে নৌকায় ১০ জনের বেশি যাত্রী নিচ্ছি না।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার সায়মা জাগো নিউজকে বলেন, চম্পকনগর নৌকাঘাট থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। অন্য কোনো ঘাট থেকে নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়নি। ১০ জন যাত্রী পরিবহনের নির্দেশনা নতুন নয় আগে থেকেই নিয়মটি ছিল।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।