জামালপুরে ফের টিকাদান কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

জামালপুরে করোনা টিকাদান কার্যক্রম একদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। করোনা টিকার মজুত শেষ হওয়ায় বুধবার (১ সেপ্টেম্বর) জেলার সব টিকাদান বুথে এসে মানুষ ফিরে যায়। পরে এ নিয়ে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়। টিকা আসার পর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে ফের এ কার্যক্রম শুরু হয়েছে।

জামালপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেন্দ্রসহ জেলার ছয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মোট সাতটি কেন্দ্র একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৫৯১ জন প্রথম ডোজ এবং ৭২ হাজার ৯১৪ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এরপরই টিকার মজুত শেষ হয়ে যায়।

বুধবার সকালে অনেককেই টিকা নিতে জেলার সকল করোনা টিকাদান কেন্দ্রের বুথে গিয়ে ফিরে আসতে দেখা গেছে। কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আবুল কালাম জানান, ৩১ জুলাই তিনি প্রথম ডোজের টিকা নিয়েছেন। বুধবার দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে দেখেন কেন্দ্র তালাবদ্ধ।

জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাশ জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।