মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক মন্টু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন ও ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ফারুক হোসেন (একুশে টিভি) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রফিকুল আলম (গাজি টিভি) পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ফজলুল হক মন্টু (এসএ টিভি) ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রেজ আন উল বাশার তাপস (এন টিভি) পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচনে অর্থ সম্পাদক পদে জিএফ মামুন লাকি (পশ্চিমাঞ্চল), সাংগাঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্ত (মাছরাঙা টিভি), দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির (বাংলাদেশ সময়) নির্বাচিত হয়েছেন।এছাড়া তদএর আগে সহসভাপতি পদে মহাসিন আলী (আলোকিত বাংলাদেশ), ফারুক মল্লিক (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক পদে মাজেদুল হক মানিক (আর টিভি) ও রামিজ আহসান (যুমনা টিভি) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাশেদুজ্জামান (চ্যানেল ২৪), জাহিদুর রহমান (এশিয়ান টিভি), উম্মে ফাতেমা রোজিনা (এটিএন বাংলা) ও মেহের আমজাদ (দৈনিক খবর)।

প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটড়গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৯ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৭ জন।

আসিফ ইকবাল/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।