ফুলগাজীতে বিএনপির ৬০ ইউনিটে কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:০৩ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

ফেনীর ফুলগাজীতে বিএনপির ছয়টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে সম্মেলনের মাধ্যমে ফুলগাজীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঘোষণা করে বিএনপি। দীর্ঘ ১১ বছরের এ সময়ে কমিটির অনেক নেতা মারা গেছেন। আবার কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। অনেকেই আবার দেশত্যাগ করেছেন। এ অবস্থায় ফুলগাজী উপজেলায় বিএনপির দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে।

জানা যায়, গত ২২ আগস্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পুরোনো এসব কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, দলকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম শুরু করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।