খেলার সময় ভিমরুলের কামড়ে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে জুবায়ের (৮) ও নুর নবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে জুবায়ের এবং বিকেলে নুর নবীর মৃত্যু হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই।

জুবায়ের কালিয়া ইউনিয়নের বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আর তার ছোটভাই জসিম উদ্দিনের ছেলে নুর নবী। একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এ সময় ঝোপের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে তাদের কামড় দেয়।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শুক্রবার ভোরের দিকে জুবায়েরের মৃত্যু হয়। নুর নবীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সেও মারা যায়। সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি শিশু জুবায়েরের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অপর শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।