পরকীয়ায় বাধা দেয়ায় কলেজ শিক্ষককে গলাকেটে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় শাহিনুর ইসলাম নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মালশী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিনুর ইসলাম স্থানীয় কহেলা রাজাপুর কলেজের শিক্ষক।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালশী গ্রামের মুস্তি মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে একই গ্রামের এক নারীর পরকীয়ার সম্পর্কের অভিযোগ দীর্ঘ দিনের। কয়েকদিন আগে শিক্ষক শাহিনুর ইসলাম সাদ্দাম হোসেনের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হন সাদ্দাম। এরই জেরে শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে কলেজ শিক্ষক শাহিনুরকে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যাচেষ্টা এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা শাহিনুরকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শাহিনুরের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেছেন।

বি.এম খোরশেদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।