পৃথক মামলায় জামিন পেলেন মেয়র দম্পতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

দুদকের পৃথক মামলায় পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৯ আসামিকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৬ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করে আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এর আগে ২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

চলতি বছরের ২৮ মার্চ মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।