গাজীপুরে ‘রসের মিষ্টি’ কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার টেক নগপাড়া এলাকায় ‘রসের মিষ্টি’ নামের একটি মিষ্টি তৈরির কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে রোববার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

fine

তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টেক নগপাড়া এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মিষ্টি, দইসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল ‘রসের মিষ্টি’। সেখানকার তৈরি করা মিষ্টি উত্তরা, টঙ্গী, গাজীপুর ও ঢাকা শহরের বিভিন্ন দোকানে নিয়ে বিক্রি করা হতো। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য তৈরি ও গোডাউন থেকে দুর্গন্ধ বের হওয়ার গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মিষ্টি তৈরির গাদে মশা-মাছিসহ আবর্জনা, কেমিক্যাল মিশিয়ে ঘি তৈরি এবং কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার দায়িত্বরত স্টাফ মোজাম্মেল হোসেনকে আটক করে কারখানাকে নগদ চার লাখ টাকা জরিমানা আদায় করেন। এর পাশাপাশি ‘রসের মিষ্টি’র গোডাউনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযানে গাজীপুর স্যানিটারি পরিদর্শক, বাসন থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।