হবিগঞ্জে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নতুন কমিটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) হবিগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

ঘোষিত কমিটিতে অধ্যক্ষ মোবাশ্বির আহমদকে সভাপতি এবং সুপার আবুল খায়ের সানুকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সুপার মো. আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উমেদনগর শাহপরাণ দারুছুন্নাৎ দাখিল মাদরাসায় অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মো. হারিসুল হক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার।

তিনি মুজিববর্ষের উপহার হিসেবে মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান। সম্মেলনে জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।