বগুড়া সদর ওসিকে আদালতের কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা ও সদর ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াহেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা আদালত। একটি জমিতে বাড়ি নির্মাণ বন্ধ রাখার বিষয়ে গত ৫ সেপ্টেম্বরে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।

তিনি বলেন, বগুড়া শহরের একটি জমির ওপর আদালতের স্থগিতাদেশ ছিল। সেখানে একটি পক্ষ কাজ করতে গেলে অপর পক্ষ পুলিশকে বিষয় জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলে। পরে মামলার বিবাদী এ বিষয়ে আদালতে একটি পিটিশন করলে জেলা ও দায়রা জজ পুলিশকে তলব করেন। তলবে আদালত সদর থানার ওসি ও সদর ফাঁড়ির উপ-পরিদর্শককে সাত দিনের মধ্যে একটি কারণ দর্শানোর নোটিশ দেন।

সদর থানার পুলিশ সূত্র জানায়, এ ঘটনা গত ২৬ আগস্টের। শহরের নামাযগড়ে আব্দুর রহমান ও তোফায়েল নামে দুজনের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই জমিতে আব্দুর রহমান বাড়ি নির্মাণের কাজ করতে গেলে বাদি তোফায়েল পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক ওয়াহেদ বলেন, ওই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে মামলা চলছে। আগে আরও দুইবার পুলিশকে সেখানে যেতে হয়েছে। ২৬ আগস্ট খবর আসে মামলার বিবাদী আব্দুর রহমান ওই জমিতে বাড়ি নির্মাণ করছেন। কিন্তু আমাদের জানা ছিল জায়গাটির ওপর আদালত দুপক্ষকেই কাজ না করার বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন। এ জন্য আমরা গিয়ে তাদের কাজ বন্ধ রাখতে বলি।

পরে আদালত এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর আমাদের তলব করেন বলে জানান উপ-পরিদর্শক ওয়াহেদ।

জানতে চাইলে সদর থানার ওসি সেলিম রেজা বলেন, গত ৫ সেপ্টেম্বর আদালতের তলবে উপস্থিত হই। আদালত আমাদের নামাযগড়ের ওই জমির ওপর কাজ বন্ধ করার বিষয়ে কারণ ব্যাখা চেয়ে সাত দিনের নোটিশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নামাযগড় এলাকার বিবাদমান ওই জমির পরিমাণ ছয় শতক। দীর্ঘদিন ধরে জমিটি দুইপক্ষই নিজের বলে দাবি করে আসছেন। গত মাসের ২৬ তারিখে আদালত থেকে দুইপক্ষের ওপর স্থিতাদেশ আসে। তবে তার আগে থেকে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুর হয়। এ জন্য বাদি পক্ষ পুলিশ ডাকে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।