চাকরির প্রলোভনে যৌনপল্লীতে তরুণীকে বিক্রি, এক মাস পর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
গ্রেফতার সোহেল রানা

গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে (২২) দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার এক মাস পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সোহেল রানা (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সোহেল রানা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার শামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে। বুধবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার ও যুবককে গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান বলেন, গত ১১ আগস্ট গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার রুপা গার্মেন্টসের সামনে চাকরির জন্য যায় ওই তরুণী। এ সময় সেখানে অজ্ঞাত পরিচয় তিন থেকে চারজন যুবক তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে যান। সেখানে তাকে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন তারা। এ ঘটনায় তরুণীর স্বামী জিএমপির বাসন থানায় অভিযোগ করেন।

বুধবার রাতে বাসন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফারুকের নেতৃত্বে যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। একই রাতে মূলহোতা সোহেল রানাকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।