বগুড়ায় ডোপ টেস্টের ভুয়া ফলাফল তৈরির অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১

বগুড়ায় ডোপ টেস্টের ভুয়া ফলাফল তৈরি করে দেওয়ার অভিযোগে রাসেল মাহমুদ (২৫) নামে এক কম্পিউটার ও ফটোকপি দোকানের মালিককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের নামে করা ডোপ টেস্টের ভুয়া ফলাফলসহ নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আবজাল হোসেন এর ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের কামাড়গাড়ি গেট এলাকা মার্কেটের ‘রাসেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট’ দোকানের মালিক। একই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী তিনি।

র‌্যাব-১২ জানায়, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কি না তা নিশ্চিত হতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরই র‌্যাব জানতে পারে কামাড়গাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোকপি দোকানদার সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে ‘ডোপ টেস্টের’ ভুয়া ফলাফল তৈরি করে দিচ্ছে। আর এ বাবদ তারা নিচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার রাসেলের কাছ থেকে ডোপ টেস্টের ২২-২৩টি ভুয়া ফলাফল পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।