শত্রুতার বিষে পুড়ল কৃষকের ধানক্ষেত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৮৪ শতক জমির রোপন করা বোরো ধানের ক্ষেত রাসায়নিক পদার্থ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সবুর মোল্যা বাদী হয়ে বৃহস্পতিবার কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জমির মালিক সবুর মোল্যা অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে জমিটি আশরাফুল ইসলামের কাছ থেকে বর্গা নিয়ে আবাদ করে আসছি। জমিটি প্রতিবেশী আব্দুর রহমান মোল্যা তার ইটভাটায় বর্গা নেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু আমি তাদের দিতে রাজি হইনি।

তিনি বলেন, সম্প্রতি জমি আবাদ না করার জন্য আমার বাড়িতে দু’জন লোক পাঠান তিনি। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ধান রোপনের এক সপ্তাহ পরে রাতে কীটনাশক ছিঁটিয়ে আমার ৮৪ শতক জমির চারা ধান নষ্ট করে দেয়া হয়েছে। আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

jagonews24

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ধানের চারাগাছগুলো ঝলসে দেয়া হয়েছে।

অভিযুক্ত আব্দুর রহমান বলেন, ধানক্ষেতে কীটনাশক ছিঁটানোর সঙ্গে আমি জড়িত না। কে বা কারা করেছে আমার জানা নেই। প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।