হাত-পা বেঁধে বিবস্ত্র স্ত্রীকে চরে ফেলে গেলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে বিবস্ত্র স্ত্রীকে হাত-পা বেঁধে নির্জন চরে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামী কিছুদিন ধরে অত্যাচার করে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ও তার চাচা হাত-পা বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে নৌকায় আমারে মারধরের পর বিবস্ত্র করে নাটুয়াপাড়া চরে ফেলে দিয়ে চলে যায়। এ অমানবিক নিষ্ঠুর নির্যাতনের আমি বিচার চাই।

উদ্ধারকারী চান মিয়া বলেন, ফজল, ভোলা ও রশিদসহ ঘাস কাটতে চরে যাই। সেখানে অন্য একটি নৌকার মাঝির ডাক শুনে কাছে গিয়ে ওই নারীকে বাঁধা অবস্থায় দেখি। পরে তারে বাড়িতে আনা হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি। ওই নারীর অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।