করোনায় মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মিনুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী (৭০) করোনায় মারা গেছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১ সেপ্টেম্বর করোনা পজিটিভ হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন মিনু। পরে অবস্থার অবনতি হলে ৯ সেপ্টেম্বর তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ সেপ্টেম্বর) মারা যান।

তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর শহরের বড় মসজিদে প্রথম জানাজা ও পরে মীরের বেতকা গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।

আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।