সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা, আতঙ্কে বাড়ি ছাড়ছেন ভুক্তভোগীরা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দফায় দফায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন স্থানীয়রা। সোমবার (১৩ সেপ্টেম্বর) শহরের ধানবান্ধি এলাকায় পুনরায় হামলার ঘটনার পর অতঙ্কে স্থানীয়া বাড়ি ছাড়তে দেখা গেছে ভুক্তভোগীদের।
স্থানীয়রা জানান, ১৫ দিন আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ের সামনে রিকশাচালক হাবিবের সঙ্গে ধানবান্ধি গ্রামের দুলালের ছেলে আশিক (২৫) ও শাকিলের (২২) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আশিক ও শাকিল রিকশাচালকের গালে থাপ্পড় মারেন। বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হলেও আশিক ও শাকিল সংঘবদ্ধ দল নিয়ে হামলায় চালায়। তারা দফায় দফায় ওই এলাকায় হামলা চালায়। আবারও দুই এলাকার লোকজন মীমাংসা করে দেন। এরপর সোমবার ভোরে ফের হামলা চালিয়ে ওই এলাকার ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ভয়ে আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় আব্দুল হাকিম, বিউটি খাতুন, কালাম, লুৎফা ও আজাদ অভিযোগ করেন, যে কোনো সময় আমাদের এলাকা আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে পারে। তাই আমরা পরিবার ও আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) সৌপ্তিক আহম্মেদ বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভোর থেকেই বিএল স্কুল রোডে অতিরিক্ত স্টাইকিং ফোর্স নিয়োজিত করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস