খালে ভেসে উঠলো রিয়ার মরদেহ
গাজীপুরে খালে গোসলে নেমে নিখোঁজ রিয়ার (১০) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঝোঁপের পাশে ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল, সোমবার দুপুরে নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার ফের অভিযানে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
এর আগে সোমবার গাজীপুরে তুরাগ নদী ও লবণদহ খালের মোহনায় গোসলে নেমে নিখোঁজ হয় সাদিয়া আক্তার রিচি (১৪), তার বোন রিয়া (১০), আইরিন আক্তার (১৪) ও মায়া নামের চার শিশু।
মো. আমনিুল ইসলাম/আরএইচ/এমএস