উপাচার্য চেয়ে প্রধানমন্ত্রীকে সিবিআইইউ শিক্ষার্থীদের স্মারকলিপি
উপাচার্য-কোষাধ্যক্ষ ও স্থায়ী ক্যাম্পাসসহ ২১ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়েছে।
এর আগে দুপুর ১২টায় একই দাবি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা কক্সবাজারের সন্তান। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমাদের ভবিষ্যৎ সাজাতে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।
এ সময় তারা চলতি মাসে অভিভাবক সমাবেশ, ইউনিভার্সিটি গেট অবরুদ্ধ করাসহ নানা কর্মসূচি ঘোষণা দেন।
স্মারকলিপিতে রাষ্ট্রপতি নিয়োগকৃত ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার নিয়োগ, স্থায়ী ক্যাম্পাস সুবিধা, নিয়ম মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, ওয়েবসাইট, সেশনজট বিলুপ্তকরণ ও সেমিস্টার ফি নিয়ে সঠিক নীতিমালা প্রণয়ন, ট্রাস্টি বোর্ড ও প্রশাসনিক গোলযোগ থেকে শিক্ষা কার্যক্রমকে মুক্ত রাখা, গবেষণা, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বরাদ্দ প্রদানসহ ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস