কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে শহরের হাসেমিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের আজিম পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে আরিফ (১৮), বাহারছড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে পারভেজ (২০) ও ঈদগাঁও ইসলামাবাদ এলাকার ছৈয়দ হোসেনের ছেলে ওমর ফারুক (২২)।

এ বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন যুবক পালিয়ে যেতে চাইলে তিনজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি চাইনিজ ছুরি, একটি প্লাস, লোহার রড ও মুখোশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের নামে চুরি-ছিনতাই, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।