মাদক ব্যবসা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে যুবক আহত
নোয়াখালীর সুধারামে প্রতিপক্ষের গুলিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রুবেল দাদপুর গ্রামের মো. হানিফের ছেলে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে একে অন্যের ওপর হামলা করতে পারে। এ ব্যাপারে সুধারাম থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস