সকালে ঘুম থেকে উঠে চিরঘুমে কিশোর
নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন রিফাত (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুর নবীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন রিফাত সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপের বাড়ির মোহাম্মদ আব্দুল্লাহ ফারুকের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি নানার বাড়িতে বেড়াতে আসে সাজ্জাদ। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে মুখ ধৌত করার জন্য ঘরের পাশ দিয়ে পুকুরে যাচ্ছিল। এ সময় ঘরের টিনে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তার নানা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম