কুষ্টিয়ায় ৩ মৃত্যুর দিনে শনাক্ত ৪৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল একজনের।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু বাড়লেও নতুন রোগী ভর্তির চাপ কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত এ হাসপাতালে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৩০ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১৪ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৮ ভাগ।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৩৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৫ জন।

নতুন করে শনাক্ত ৪৮ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ২১ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ৪ জন এবং খোকসা উপজেলায় ৫ জন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪১ জন। এর মধ্যে হোম আইসোলেশনে ৩০০ জন আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪১ জন।

আল-মামুন সাগর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।