বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ দোয়ারাবাজারবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ মানুষ। ভ্যাপসা গরমেও বিদ্যুৎ থাকছে না দিনের পর দিন। ফলে ভোগান্তিতে রয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলায় চলছে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। একদিকে বিদ্যুৎ থাকে না, আরেকদিকে প্রায় স্থানেই ট্রান্সফরমার সমস্যার অজুহাত। শুধু তাই নয়, অনেকে বিদ্যুতের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানালেও ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এ অবস্থায় সাধারণ গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

দোয়ারা বাজারের স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন বলেন, বিদ্যুতের যন্ত্রণায় রয়েছি। কয়েকদিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ভালোভাবে একঘণ্টাও বিদ্যুৎ থাকছে না।

স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, রাত ৯টায় একবার বিদ্যুৎ আসে। কিন্তু অল্প কিছু সময় থাকে আবার চলে যায়। আর আসে না।

দোয়ারা বাজারের স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, বিদ্যুতের ভেলকিবাজি ভালো লাগছে না। এ রকম হলে তো কুপি বাতিই ভালো ছিল।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সুদীপ কুমার বিশ্বাস বলেন, দোয়ারা বাজার উপজেলায় বিদ্যুতের উন্নয়নে বাঁশ ও গাছ কেটে পরিষ্কারের কাজ চলছে। ফলে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ আসা যাওয়া করছে। সমস্যা দ্রুত নিরসনে কাজ চলছে। দুই-এক দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।