স্বর্ণদ্বীপে তিন দালালসহ ২৬ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ভাসানচর থেকে পালানোর পর তিন দালালসহ ২৬ রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ভাসানচর বিআইডব্লিউটি পন্টুনে নিয়ে আসে কোস্টগার্ড।

আটক দালালরা হলেন, হাতিয়ার চরগাসিয়ার চৌধুরী গ্রামের অচি আলমের ছেলে নৌকার মাঝি মো. হানিফ (৩০), একই উপজেলার রেহেনীয়া গ্রামের মৃত আমীন উল্যাহর ছেলে মো. শামীম (২৭) ও চরগাসিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. শামীম (১৫)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ভাসানচর রোহিঙ্গা বাজারের পেছন দিয়ে দালালের সহায়তায় একটি কাঠের নৌকা করে তার পালিয়ে যায়। পরে গভীর রাতে জাইজ্যারচর প্রকাশ স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশে চরে নৌকাটি আটকে যায়। পরে জেলেদের মাধ্যমে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

অন্যদিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আরও নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।