সেন্টমার্টিন যেন চিকিৎসকশূন্য না থাকে: স্বাস্থ্যের ডিজি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যাতে চিকিৎসকশূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে দ্রুত টেলি-মেডিসিন সেবা চালু করা হবে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

tecnap1

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ, কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, টেকনাফ হাসপাতালের ডা. প্রণয় রুদ্র, ডা. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।