টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার ‘কালা জোবায়ের’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী বলে পরিচিত জোবায়ের (২৫) ওরফে কালা জোবায়েরকে গ্রেফতার করছে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফ শালবাগানের ২৬ নং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

জোবায়ের ওই ক্যাম্পের এ/৩ ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক উপপরিদর্শক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। সেখান থেকে হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় জোবায়েরকে। তিনি একাধিক মামলার পলাতক আসামি। সন্ত্রাসী, ডাকাতি, অপহরণের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। এছাড়া ‘তোহা-জোবায়ের’ নামে সন্ত্রাসী গ্রুপের অন্যতম প্রধান সদস্য জোবায়ের।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জোবায়েরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।