৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টাপর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত থেকে আসা ট্রেনের উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে সরিয়ে নেওয়া হয়।

jagonews24

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল- হয়ে যায়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ও লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ৩২ নম্বর সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে এ রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে রেলযোগাযোগ শুরু হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।