নোয়াখালীতে মাকে কুপিয়ে জখম, পালক ছেলেসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাকে কুপিয়ে জখমের অভিযোগে পালক ছেলে মো. রুবেলসহ (২০) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রুবেল বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মো. মুকবুল আহমদের ছেলে। বাকিরা হচ্ছেন- একই এলাকার সিরাজ উল্যাহর ছেলে মো. সালাহ উদ্দিন (২২) ও মো. ইউসুফের ছেলে মো. ইউনুস (২১)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, রাত পৌনে ১টার দিকে শোকেসের চাবি চেয়ে না পেয়ে পারুল আক্তার (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করে তার পালক ছেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত নারীর স্বামী মো. মুকবুল আহমদ রাতেই মামলা করেছেন। পরে মো. রুবেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।