ভারতে প্রবেশকালে পাটগ্রাম সীমান্তে দুই রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে পাটগ্রাম পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মায়ানমারের মংড়ু জেলার কুরহালি থানার নয়াপাড়া এলাকার ওসমান গনির মেয়ে সেতুফা বেগম (১৮) ও একই এলাকার ইলিয়াস আলীর ছেলে আনাস (২২)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তিনবিঘা করিডোর দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন সেতুফা ও ইলিয়াস আলী। পরে তাদের পাটগ্রাম পৌর এলাকায় ঘুরাঘুরি করতে দেখলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেন।

পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, সন্দেহজনক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে আমাকে খবর দেন। পরে তাদের পরিচয় শনাক্তের পর পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।