শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে জামাইয়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরবাড়িতে আবু সাঈদ (৪৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কানপাড়া দুর্গাদহ মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দীর্ঘদিন ধরে আবু সাঈদ স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। রোববার রাতে আবু সাঈদ সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নিহতের বড় ছেলের জিম্মায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।