একদিনেই চুয়াডাঙ্গায় ৫ থানার ওসি রদবদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৫০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় একদিনেই পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) পুলিশের এসব কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

যাদের রদবদল করা হয়

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে আলমডাঙ্গা থানায়, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেককে জীবননগর থানায়, চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ পরিদর্শক ফেরদৌস ওয়াহিদকে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ মহসীনকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি লুৎফুল কবিরকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়।

সালাউদ্দীন কাজল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।