নাটোরে দ্বিতীয় দিনের পণ্যবাহী গাড়ির ধর্মঘট চলছে
সারাদেশের মতো নাটোরেও ৭২ ঘণ্টার পণ্যবাহী গাড়ির (ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান) কর্মবিরতি শুরু হয়েছে। ১৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো নাটোরে ভোর ৬টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতি চলাকালীন নাটোর থেকে পণ্য পরিবহনে ব্যবহৃত কোনো গাড়ি ছেড়ে যায়নি।
ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আনিসুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত পালন করতে অন্য জেলার সঙ্গে নাটোর জেলাও সম্মতি দিয়েছে। তারা নিজেরাও কোনো পণ্য পরিবহন করবেন না এবং অন্য কোনো জেলা থেকে পণ্যবাহী কোনো গাড়ি তারা চলাচল করতে দেবেন না।
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম