বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে- উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মো. ইউনুস মিয়ার মেয়ে মোছা. মরিয়ম আক্তার (২) ও হাঁড়িয়া গ্রামের মো. ফয়সল মিয়ার প্রতিবন্ধী ছেলে মো. হাসান মিয়া (৮)।

উপজেলার আন্দিউড়া ইউনিয়নে পুলিশের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মমিনুল ইসলাম বলেন, মরিয়ম আক্তার বাড়ির উঠানে খেলা করার সময় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে মরদেহ ভাসমান দেখে স্বজনরা উদ্ধার করেন।

অপরদিকে বাড়ির পাশের ডোবায় পড়ে উপজেলার হাঁড়িয়া গ্রামের প্রতিবন্ধী মো. হাসান মিয়া মারা যান। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।