এক জালে ১৫ মণ লাল কোরাল, তিন লাখে বিক্রি
টেকনাফে এক জালেই ধরা পড়লো প্রায় ৬০০ কেজি (১৫ মণ) লাল কোরাল মাছ। বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শাহপরীর দ্বীপের এক জেলের জালে মাছগুলো ধরা পড়লে সেগুলো দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
পরে ৫০০ টাকা কেজি দরে হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ নামের দুই ব্যবসায়ী মাছগুলো কিনে নেন। প্রতিটি মাছ ৩-৪ কেজি ওজনের।
স্থানীয়রা জানান, মোহাম্মদ সৈয়দের নেতৃত্বে মঙ্গলবার এফবি রিয়াজ নামের একটি ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান কয়েকজন মাঝি। রাতে জাল তুলতে গিয়ে দেখেন জাল ভর্তি কোরাল মাছ। সকালে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে নিয়ে আসলে উৎসুক মানুষ ভিড় করে।
ট্রলার মালিক মো. আইয়ুব বলেন, ঘাটে মাছগুলো ওজন দিলে ৬০০ কেজি হয়। পরে দুই ব্যবসায়ী তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিপুল পরিমাণ লাল কোরার ধরা পড়ার খবর পেয়েছি।
আরএইচ/জিকেএস