গাছের চারা কিনে ফেরার পথে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:০০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে হারেজ আলী (৫৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হারেজ আলী পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া মহল্লার মৃত বাবর আলীর ছেলে। তিনি নার্সারি ব্যবসায়ী ছিলেন। আহত আনিছ (৩৫) ও তাইজলের (৫৫) বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বলেন, ওই তিনজন বগুড়া থেকে গাছের চারা কিনে ট্রাকযোগে পাবনা ফিরছিলেন। ট্রাকের পেছনে গাছের চারার উপরে বসেছিলেন তারা। ট্রাকটি চাটমোহরের মুলগ্রাম কায়েমখোলা মোড়ে পৌঁছার পর ঘুমের ঘোরে থাকা চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, টহল পুলিশ ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত আনিছ ও তাইজলকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালের স্থানান্তর করেছেন চিকিৎসক।

এসআই সুব্রত কুমার ঘোষ বলেন, ট্রাকচালক ও হেলপারকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ না পেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।