নড়াইলে সাংবাদিকের বাড়িতে অভিযান, প্রতিবাদে মানববন্ধন-স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

নড়াইলে সাংবাদিকের বাড়িতে অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নড়াইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।

মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম টিটো, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পুলিশ সুপারের নির্দেশে গভীর রাতে সাংবাদিকের বাড়িতে পুলিশের অভিযান দুঃখজনক। পুলিশের এমন আচরণ কোনো সভ্য সমাজে কাম্য নয়। মানববন্ধনে পুলিশের সব ভালো সংবাদ বয়কট এবং খারাপ সংবাদ তুলে ধরার আহ্বান জানানো হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর নড়াইল প্রেস ক্লাবের সদস্য দেশ টিভি প্রতিনিধি ও নড়াইল নিউজ২৪.কমের সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম বাবলুর বাড়িতে অভিযান চালায় পুলিশ।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।