বছরে পাট রপ্তানি করে আয় এক বিলিয়ন ডলার: পর্যটন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

অত্যাধুনিক খামার পর্যটন শিল্পে বহুমাত্রিকতা নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ে ডাচ ডেইরি ফার্ম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

প্রতি মন্ত্রী বলেন, কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগ্রো বেইসড ইন্ডাস্ট্রির (কৃষিভিত্তিক শিল্প) গুরুত্ব অনেক। আমরা পাট রপ্তানি করে এক বিলিয়ন ডলার পাই। গার্মেন্টস শিল্পে আমরা বিশ্বে দ্বিতীয়, বাংলাদেশে এগ্রো বেইসড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎও উজ্জ্বল। এসব খামার পর্যটন শিল্পেও বহুমাত্রিকতা আনবে।

jagonews24

মাহবুব আলী বলেন, মুন্সিগঞ্জ একটি সম্ভাবনাময় এলাকায়। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় পদ্মা সেতু দৃশ্যমান। এখানে এমন একটি খামার দেখতে দেশি-বিদেশি পর্যটক আসবে। এসব ব্যাপারে প্রণোদনা দিচ্ছে সরকার।

এসময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদসহ স্থানীয় জেলা প্রশাসন ও খামারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

প্রসঙ্গত, মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রায় ১২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে ডাচ ডেইরি ফার্ম নামের আধুনিক একটি মডেলের খামার। খামারটিতে দেশি-বিদেশি জাতের ১২ শতাধিক গরু লালনপালন করা হচ্ছে। পশু পালনে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। বর্তমানে প্রতিদিন দুই হাজার ২০০ লিটার দুধ উৎপাদন হয় খামারটিতে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।