একই বিদ্যালয়ের শিক্ষিকা মায়ের পর ছেলেও করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২১

নড়াইল দক্ষিন-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও তার ছেলে পঞ্চম শিক্ষার্থী তাহমিদ আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির শিক্ষিকা সালমা ইয়াসমিন গত ১৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। এরপর থেকে ওই শিক্ষিকা ও তার ছেলে তাহমিদ আর বিদ্যালয়ে আসেনি। গত ২৩ সেপ্টেম্বর তাহমিদেরও করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান জানান, করোনা আক্রান্ত ৫ম শ্রেণির শিক্ষার্থী ১৪ তারিখের পর বিদ্যালয়ে আসেনি। আর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী এবং বাকি ১৩ জন শিক্ষকের সবাই সুস্থ রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হাফিজুল নিলু/এফআরএম/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।