রাগের মাথায় দোলনায় কোপ, প্রাণ গেলো ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে বাবার দায়ের কোপে মামুন নামের পাঁচমাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের এহেছান ও আয়েশা দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে এহেছান ও আয়েশার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এহেছান ক্ষুব্ধ হয়ে আয়েশার বাড়ি থেকে পাঠানো সবকিছু কেটে ফেলছিলেন। ওই সময় তিনি অন্ধকার রুমে থাকা দোলনায়ও কোপ দেন। সে কোপ দোলনায় থাকা শিশু মামুনের মাথায় লাগে। পরে গুরুতর আহত মামুনকে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যান আয়েশা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হারবাং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানিক কুমার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।