সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

অস্ত্র-গুলিসহ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লার শাহজাহান আলীর ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুলিবাড়ী এলাকা থেকে জুনায়েদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।