মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

মানিকগঞ্জে প্রাইভেটকার চাপায় নাজমা বেগম (৫০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজমা বেগম মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সাইদুর রহমানের স্ত্রী। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, বিকেলে কাজ শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলেন নাজমা ও তার সহকর্মী নার্গিস বেগম। তারা ওই এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাজমা বেগম নিহত হন এবং নার্গিস বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা নার্সিগকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, প্রাইভেটকার জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।