ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১১:০০ এএম, ০১ অক্টোবর ২০২১

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘জয়পুরহাট সদর’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি সবাইকে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।

ওই পোস্টে তিনি জানান, উপজেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকাতে অনুরোধ করেন তিনি। প্রতারক চক্র ফোন দিলে বিষয়টি উপজেলা প্রশাসকের কার্যালয়কে জানাতেও ওই পোস্টে অনুরোধ জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন জাগো নিউজকে জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, চকবরকত ইউনিয়নের চেয়ারম্যান শাহজান আলীসহ একাধিক ব্যক্তির কাছে তার নম্বর থেকে ফোন যায়। এসময় ওই ইউপি চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি করে চক্রটি। তবে এসব ফোন তিনি করেননি বলে জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি করার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুজ্জামান/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।