নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বাড়িতে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:০৯ পিএম, ০১ অক্টোবর ২০২১

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আসাদ-উজ-জামান মুন্সীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় শহরের মহিষখোলা এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আসাদ-উজ-জামান মুন্সী বলেন, ‘বাড়ির কাজ চলমান থাকায় রাতে পাশের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে দুটি আলমারি ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা এবং সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

হাফিজুল নিলু/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।