মোবাইল চুরির অপবাদে দুই কিশোরের মাথা ন্যাড়া, কারাগারে ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:৪৫ এএম, ০২ অক্টোবর ২০২১

মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর এলাকায় শাহ মেরিন রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। নির্যাতনের শিকার দুই কিশোর ও গ্রেফতার সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর থানার রুহুলী গ্রামের সাদ্দাম (২৬), কুমিল্লার হোমনা থানার চিৎপুর গ্রামের জসিম (২০) একই এলাকার আসাদপুর গ্রামের সাইদুল (২২), বগুড়ার সারিয়াকান্দি থানার চর আকবহাই গ্রামের সুবেল রানা (১৮), মানিকগঞ্জের সাটুরিয়া থানার আকাশি গ্রামের রাব্বি (১৮) ও মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানার কাথাদিয়া গ্রামের মিরাজুল (২৫)।

ভুক্তভোগীদের মধ্যে একজনের বাড়ি রাজবাড়ী সদর থানার ডাউকি গ্রামে ও অন্যজনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার পিয়ারাপাড়া গ্রামে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি মোবাইল চুরির অপবাদ দিয়ে আসামিরা ওই দুই কিশোরের মাথার চুল ন্যড়া করে চোখের ভ্রু কেটে দেন। তাদের মারধরও করা হয়। এরপর মাথা ন্যড়া করা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসামিরা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, বিষয়টি তাদের নজরে আসলে এবং অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, শুক্রবার (১ অক্টোবর) বিকেলে আসামিদের আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বি.এম খোরশেদ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।