বরগুনায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৪ অক্টোবর ২০২১

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, রোববার (৩ অক্টোবর) দিনগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন ১৪ জন জেলে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড ও তালতলী নৌ-পুলিশ।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওসার হোসেন জানান, আটক হওয়া ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে কারাদণ্ড দেয় তালতলী উপজেলা প্রশাসন। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিংবোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সোমবার (৪ অক্টোবর) সকালে জালগুলো নষ্ট করে দেওয়া হয় এবং জব্দ করা ইলিশ গুলো এতীমখানায় দান করা হয়।
আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

৪-২৫ অক্টোবর মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীকে জেল-জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।