মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৫ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে রতন মিয়া (৩৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার রবিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি ধান কাটা শ্রমিকের কাজ করতেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, দুপুরে কানাইনগর এলাকার কৃষক বাচ্চু মিয়ার সঙ্গে ক্ষেতে ধান কাটছিলেন রতন মিয়া। এসময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে রতন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় কৃষক বাচ্চু মিয়া গুরুতর আহত হন। পরে আশপাশের কৃষক তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

বি এম খোরশেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।