‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৬ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (৬ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রেলমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দিকে দিয়ে সব স্থানে এগিয়ে রয়েছে।

নূরুল ইসলাম সুজন বলেন, বোদেশ্বরী মন্দিরটি প্রাচীন তীর্থস্থান। মৌলবাদী শাসন-শোষণে মন্দিরটি অযত্নে-অবহেলায় পড়ে ছিল। বর্তমান ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সরকার এটির সংস্কার করে নতুন রূপদান করেছে।

মন্দির কমিটির সভাপতি নীতিশ কুমার বক্সীর (মুকুল) সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।